বৃষ্টির পেটে প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৯:১৯ পিএম

বৃষ্টির পেটে প্রথম ওয়ানডে

বৃষ্টির কারণে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়েছে।
ম্যাচটি পরিত্যক্ত হবার আগে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩৩ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে। দুই ঘন্টা বৃষ্টির কারনে ম্যাচটি ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছিলো।
এরপর দ্বিতীয় দফায় আবারও বৃষ্টি হানা দিলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনার উইল ইয়ং সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ৪৪ রান করেন হেনরি নিকোলস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে নেমে সাবধানী শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। ৪ ওভারে ৯ রান তোলেন তারা। পঞ্চম ওভারের তৃতীয় ডেলিভারির পর বৃষ্টি বন্ধ হয় খেলা। প্রায় দুই ঘন্টা খেলা বন্ধ থাকলে ৪২ ওভারে নেমে আসে ম্যাচটি।
তবে দ্বিতীয়বার বৃষ্টি হানা দেয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে কিউইরা। শেষ পর্যন্ত সেখানেই নিউজিল্যান্ড ইনিংসের সমাপ্তি টানেন ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা। এতে রাত ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়।

Link copied!