হারশিত রানার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কলকাতার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৩, ২০২৪, ০৬:২১ পিএম

হারশিত রানার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কলকাতার স্বস্তির জয়

ছবি: ক্রিকইনফো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় ম্যাচে ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদকে ৪রানে হারিয়ে শুভ সূচনা করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। 

স্বাগতিকদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের  জন্য শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের।  শেষ ওভারে বল হাতে ২উইকেটের বিনিময়ে মাত্র ৮ রান দিয়ে এবারের আসরে দলকে প্রথম জয় উপহার দিয়েছে হারশিত রানা। 

ইডেন গার্ডেনে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে অনেকটা সময় স্বস্তিতেই ছিল হায়দরাবাদ। শুরু থেকে উপর্যুপুরি উইকেট তুলে নিয়ে দলকে বেশ স্বস্তি উপহার দিয়েছিলেন নটরাজনরা। দলের টপ অর্ডারদের মধ্যে সুনিল নারিন, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, নিতিশ রানা কেউই সিঙ্গেল ডিজিট অতিক্রম করতে পারেননি। ১১৯ রানে ৬ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। তবে দলকে খাদের কিনারা থেকে তুলে আনে কলকাতার বহু জয়ের নায়ক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৭ ছয় ও ৩ চারের সুবাদে মাত্র ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে হায়দরাবাদকে ২০৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দেন তিনি। তার সঙ্গে অপরপ্রান্তে বেশ সাবলীলভাবে সঙ্গ দিয়েছেন রিঙ্কু সিং। হায়দরাবাদের হয়ে নটরাজন ৩২ রানে নেন ৩টি উইকেট।

বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বড় ইনিংস খেলতে না পারলেও মোটামুটি ব্যাট চালিয়েছেন হায়দরাবাদের টপ অর্ডার ব্যাটাররা। মিডল অর্ডারে ৮ ছয়ের সুবাদে ২৯ বলে ৬৩ রান করা হেনরি ক্লাসেন দলকে নিয়ে গিয়েছিলে জয়ের বন্দরে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। তবে তীরে তরী ভিড়ার আগে বাধা হয়ে দাঁড়ান হারশিত রানা। শেষ ওভারে বল হাতে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। একইসঙ্গে নিশ্চিত করেন আইপিএলের এবারের আসরে কলকাতার প্রথম জয়। 

এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আন্দ্রে রাসেল

Link copied!