সৌম্যের জাতীয় দলের থাকার কারণ জানালেন হাথুরু

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:৩৪ পিএম

সৌম্যের জাতীয় দলের থাকার কারণ জানালেন হাথুরু

সৌম্যের জাতীয় দলের থাকার কারণ জানালেন হাথুরু। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ দলে ছিলেন না সৌম্য সরকার। এই আসরের পর খুব বেশি ঘরোয়া ক্রিকেটও হয়নি। সাম্প্রতিক সময়ে আহামরি কিছু করতেও পারেননি সৌম্য। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের দলেই ডাক পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার।

সবার মতে বাংলাদেশের ক্রিকেটে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকার। বাংলাদেশের ক্রিকেটে সৌম্যর উত্থানটা এই হাথুরুর হাত ধরে। এমনকি নিজের সবচেয়ে খারাপ সময়েও লঙ্কান কোচকে নিজের পাশে পেয়েছেন এই ব্যাটার।

কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে শুন্য রান, ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর বল হাতে খরুচে স্পেল করে দলের বিপদটাই বাড়িয়েছেন সৌম্য। দ্বিতীয় ওয়ানডের আগে তাই এই অলরাউন্ডারকে সমালোচনা  হওয়াটাই স্বাভাবিক । আজ মঙ্গলবার নেলসনে গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে সৌম্য সরকারকে নিয়ে প্রশ্ন করা হয় টাইগারদের প্রধান এই কোচকে। 

সৌম্য সরকারের দলে থাকার ব্যাখ্যাও এদিন দিয়ে ফেলেছেন হাথুরু, ‘শেষ ম্যাচে সৌম্যের খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানি না। শুধু সর্বশেষ ম্যাচটা দেখেছি। আমি জানিনা সৌম্যের সমস্যা কি। ও ঘরোয়াতে রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে। আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ।’ 

সৌম্যকে মূলত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাকআপ হিসেবেই দলে আনা হয়েছে সেটা স্পষ্ট হাথুরুর কথাতেই। টাইগারদের প্রধান কোচ বলেন, ‘সাকিব যা পারবে সৌম্য তা পারবে না। আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলারাউন্ডার হিসেবে ভাবছি। যে দলে অবদান রাখতে পারবে।’
 

Link copied!