নভেম্বর ১, ২০২৩, ০৭:২৬ এএম
ভারত বিশ্বকাপের ব্যর্থতার ফলে অ্যালান ডোনাল্ড আর চুক্তি নবায়ন করবেন না। ৩০ নভেম্বর তার চুক্তি শেষ হবে। আর শেষ হলে চলে যাবেন এই বাংলাদেশের পেস বোলিং কোচ। তিনি ভাল পেসার বানালেও এশিয়া কাপ ও বিশ্বকাপে খারাপ করলে তিনি চলে যাবেন।
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও চলে যাওয়ার পথে। কিন্তু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে যাবেন বাংলাদেশের দায়িত্বে। ২০২৪ অবধি কোচ থাকছেন। তাকে বরখাস্ত করলে বড় অঙ্কের টাকা গুনতে হবে বোর্ডকে। আর সহকারী কোচ নি পোথাসের মেয়াদ ২০২৫ সাল অবধি। তিনি থাকছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরও পরিবর্তন আসছে। বিশ্বকাপের পর ভিডিও এনালিস্ট চন্দ্রশেখর পরিবারের কারণে চলে যাবেন ভারতে।
হেরাথের চুক্তি শেষ এ মাসে। তিনিও হাঁটবেন দেশের পথে। ফিল্ডিং কোচ ম্যাকডারমটও চুক্তি নবায়ন করবেন না। তবে থেকে যাচ্ছেন হাথুরু। তিনি আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্বে থাকবেন।