মিরপুরের পিচ নিয়ে রহস্য করলেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৩, ১০:২২ এএম

মিরপুরের পিচ নিয়ে রহস্য করলেন হাথুরুসিংহে

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ বেশ রহস্যময়। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য মনে করেন, ২ সেশন পর চরিত্র জানা যাবে। 

৬ ডিসেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। প্রথম টেস্টটি সিলেটে ১৫০ রানে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। 

টেস্ট ম্যাচের আগের দিন কথা বলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন,‘ খুব বেশি তথ্য দিতে চাই না। কারণ নিউ জিল্যান্ড অবশ্য এটা জেনে যাবে। একাদশ নির্ভর করছে কন্ডিশন, পিচ, আমাদের সামর্থ্য আর নিউ জিল্যান্ডের সীমাবদ্ধতার উপর। আমরা সিলেটে অনেক দারুণ ক্রিকেট খেলেছি। পাঁচ দিন দারুণ লড়েছি। কন্ডিশন এবং আমাদের শক্তি অনুযায়ী একাদশ সাজিয়েছি।’

স্পিনারদের স্বর্গ হতে যাচ্ছে এমন মনে হচ্ছে। হাথুরু আরও বলেন,‘ মিরপুরে কয়েক সেশন খেলার আগে পিচ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না মিরপুরের মতো বিশ্বে আর কোনো স্টেডিয়ামে এত খেলা হয়। আমরা অনুমান করতে পারছি না এখানে কী হতে যাচ্ছে। আমরা চেষ্টা করবো, বেশি কিছু পরিবর্তন না নিয়েই মাঠে নামতে।’

Link copied!