ডিসেম্বর ৩০, ২০২৩, ০১:৩৯ পিএম
সিরিজ জয়ের লক্ষ্যে রবিবার মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
প্রথম ম্যাচে ৫ উইকেটের জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে যাওয়া দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করে খেলেছিলো টাইগাররা।
শেষ ম্যাচ জিতলেই টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে বছর শেষ করতে পারবে বাংলাদেশ। চলতি বছর এর আগে এই ফরম্যাটে তিনটি সিরিজ খেলে সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। এরমধ্যে টি-টোয়েন্টির বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে টাইগাররা।
জয় পাওয়া তিনটি সিরিজই ঘরের মাটিতে খেলেছে বাংলাদেশ। আগামীকাল শেষ ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো একটি নির্দিষ্ট ফরম্যাটের সিরিজে অপরাজিত থেকে বছর শেষ করার নজির গড়বে টাইগাররা।
মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় বলেন, ‘আমাদের লক্ষ্য জয়। আমরা যে কোন দলের বিপক্ষেই জিততে চাই তাই সব সময়ই আমাদের আমাদের শারীরিক ভাষা উদ্যমী থাকে।’