সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৩:৪১ পিএম
প্রথম টেস্ট ম্যাচের পর এবার প্রথমবারের মত টেস্ট সিরিজ জিতে নিল বাংলাদেশ। পাকিস্তানকে মঙ্গলবার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে ইতিহাসে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে।
২ টেস্টের সিরিজ ২-০ তেই জিতে নিল বাংলাদেশ। ১৮৫ রানের টার্গেট ছিল। ৪ উইকেটে সেখানে পৌঁছে যায় বাংলাদেশ।
মুশফিক ২২ ও সাকিব আল হাসান ২১ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তান বেশ চাপে ফেলার চেষ্টা করেছে। কিন্তু রান কম হওয়ায় বাংলাদেশ চাপটা বোধ করেনি। একটা ভয় ছিল বৃষ্টির। সেটা এড়িয়ে গেছে টাইগারারা।
জাকির ৪০, সাদমান ২৪, নাজমুল হোসেন শান্ত ৩৮ ও মুমিনুল ৩৪ রান করেছেন। ১টি করে উইকেট পাকিস্তানের হামজা, খুররম, আবরার ও আগা পেয়েছেন।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট বাংলাদেশ ১০ উইকেটে জিতেছিল। আর এই টেস্ট তারা ৬ উইকেটে জিতে গেল। বিশাল জয় বলতেই হবে।
প্রথম ইনিংসে দ্বিতীয় টেস্টে ২৭৪ রান পাকিস্তানের। জবাবে বাংলাদেশ ২৬২ রান তোলে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায়।