আশায় আছেন সাইফ হাসান

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২১, ২০২৩, ০৩:৪১ পিএম

আশায় আছেন সাইফ হাসান

ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক হিসেবে খেলেছেন। সামনে এশিয়ান গেমসে খেলতে যাবেন চীনের হাংজুতে। বর্তমানে বিশ্বকাপের ব্যাকআপ প্ল্যানে তিনিসহ আরো ৭ জন আছেন। সেখানে তামিম ও মাহমুদউল্লাহও রয়েছেন। আজ মিরপুরে অনুশীলনের ফাঁকে কথা বলেন। দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকের জন্য তুলে ধরা হলো-

"আমার মনে হয় এটা ব্যাকআপ প্ল্যান। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।"
"আমার মনে হয়, অনুশীলনের ইন্টেন্সিটি যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে (সেই বার্তা দেওয়া)। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলো উন্নতি করা।"
"এখনও কোনো মেসেজ পাইনি ওটার (এশিয়ান গেমসের)। তবে যদি সুযোগ পাই, অবশ্যই ভালো করার চেষ্টা করব। অধিনায়কত্ব নিয়ে এখনও কোনো তথ্য আমি পাইনি।"
(শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপের অভিজ্ঞতা থেকে মূল এশিয়া কাপের ভাবনা) "আমার মনে হয়, ওখানে কন্ডিশন কিছুটা আমাদের দেশের মতো। আমরা শেষবার যখন খেললাম, উইকেট কিছুটা টার্নিং ছিল। সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। আমার মনে হয়, নরমালি কন্ডিশন একইরকম থাকে। যদি আমরা দ্রুত মানিয়ে নিতে পারি, ভালো কিছু হবে।"
"আমি কখনও আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে চিন্তা করিনি। আমি সবসময়ই তিন সংস্করণের ক্রিকেটার হিসেবেই চিন্তা করেছি। তো এটা জানি না, কখন কী (টিম থেকে প্রথম টেস্ট, পরে সাদা বল হিসেবে বিবেচনা) হয়েছে। আমি চেষ্টা করছি দিন দিন উন্নতি করার। যখনই সুযোগ পাই উন্নতির চেষ্টা করি।"
"প্রিমিয়ার লিগ তো আমাদের সবার জন্য অনেক বড় প্ল্যাটফর্ম। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়। আমাদের সবার জন্য অনেক বড় প্ল্যাটফর্ম।"
"(এশিয়া কাপে শ্রীলঙ্কায় চ্যালেঞ্জ) আমার মনে হয়, যেসব ম্যাচ খেলেছি সেমি-ফাইনাল বাদে সব ম্যাচে ৩০০+ স্কোর হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, এরকমই হবে, ৩০০+ রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০+ রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।"
"অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই। সবাই খুব ভালো শেপে আছে। ইনশাআল্লাহ্‌ ভালো করবে।"
"(হাথুরুসিংহের সঙ্গে) কথা হয়েছে। আমি শেষ যে কয় দিন অনুশীলনে ছিলাম, কথা হয়েছে। অনুশীলনের ইন্টেন্সিটি যেন উঁচুতে থাকে, সেই বার্তাই ছিল।"
"স্কোয়াডে ক্রিকেটাররা যারা আছে, সবাই বিশ্বকাপ খেলেছে, এরকম বড় টুর্নামেন্ট খেলেছে। সবাই অভ্যস্ত। সবাই ভালোভাবে নিজের যত্ন নিতে পারবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে।"
(জাতীয় দলের বন্ধুরা ইমার্জিং এশিয়া কাপের অভিজ্ঞতা থেকে পরামর্শ নিছে কি না) "লাস্ট ইমার্জিং দলে যারা খেলেছে, তামিম আছে, সাকিব আছে, ওরাও দলে আছে। যখন আমরা একসঙ্গে অনুশীলন করেছি, কথাবার্তা হয়েছে। কেমন কন্ডিশন ছিল, কীরকম বিহেভ করছিল, সব বার্তা আদানপ্রদান হয়েছে।"
"আমার মনে হয় আমাদের (জাতীয় দলের) সেই ডেপথ আছে (৩০০+ করার)। সবশেষ ইমার্জিং কাপেও আমরা চেষ্টা করেছি। যেহেতু হয়নি। প্রথম ম্যাচে ৩৫০+ টার্গেট ছিল। আমরা অনেকক্ষণ ম্যাচে ছিলাম। সবার মাথায় এটা আছে যে, ৩০০+ যদি রান হয়ও, ওটা যেন আমরা তাড়া করতে পারি। 
"এশিয়া কাপে হতে পারে (হাই স্কোরিং ম্যাচ)। শ্রীলঙ্কায় তো সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। তো হতে পারে।"

Link copied!