২৮ নভেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শুরু

সিলেটে আশাবাদী হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৩, ০৭:২৫ পিএম

সিলেটে আশাবাদী হাথুরুসিংহে

অধিনায়ক শান্তকে নিয়ে রণকৌশল সাজাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে ছবি : বিসিবি

সিলেটে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ শুরু হবে। চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে এসেছিলেন। আশার কথা জানালেন। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর ভর করে সামনে এগিয়ে যেতে চান তিনি। আর স্পিনারদের ওপর ভরসা রাখতে চান।  

সিলেটে স্পিনাররা ভাল করবেন বিশ্বাস হাথুরুসিংহের। তিনি বলেন,‘ তাইজুল মিরাজ অনেক অভিজ্ঞ। তাইজুলের সম্ভবত ২০০টা টেস্ট উইকেট আছে। অবশ্যই সে লিড করবে, সাথে মিরাজ আছে। তরুণ মুরাদ, নাঈম হাসান আছে। আমি মনে করি, এই কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে।‍‍`

সাকিব , তাসকিন, লিটন ও এবাদত খেলছেন না। আর অধিনায়ক শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন,‘ এটা চ্যালেঞ্জিং, এতটা অভিজ্ঞতা একসঙ্গে হারানো। সেটা যেকোনো দলের জন্যই সত্য। বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ, ওরা বাংলাদেশ দলের ১৫ বছরের বেশি সময় ধরে খেলছে। কেউ কেউ ১০ বছর।’

 

Link copied!