ডিসেম্বর ২২, ২০২৩, ০২:৫৫ পিএম
ব্যক্তিগত পারফরমেন্সের চাইতে দলগত অবদান বেশি প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার ভোর ৪টায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হবে। এর আগে বাংলাদেশের অধিনায়ক তার মনোভাব প্রকাশ করেন।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এতে শুধুমাত্র সিরিজ হারের স্বাদই শুধু নয় টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে তাদের পরাজয়ের সংখ্যাটা ১৮তে পৌঁছে গিয়েছে।
দ্বিতীয় ম্যাচে ১৫১ বলে ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন সৌম্য সরকার। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৫ রান। কিন্তু দলের অন্যান্য ক্রিকেটাররা জ¦লে উঠতে না পারায় হারতে হয় বাংলাদেশকে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডের আগে শান্ত বলেন, ‘কিছু ব্যক্তিগত পারফরমেন্স থাকলেও আমরা কিন্তু দল হিসেবে খেলতে পারিনি। আমার মতে, এটিই আমাদের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘দলের মধ্যে আরও ভালো পারফরমেন্স ও জুটির প্রয়োজন। আমি এখনও বিশ্বাস করি নিউজিল্যান্ডের মাঠে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আমি প্রতিটি ম্যাচকে সুযোগ হিসেবে দেখি। আমার বিশ^াস আমরা ইতিহাসকে নতুন করে লিখতে পারবো।’