দিল্লিতে বিশাল হার, রিয়াদ দেরিতে জ্বললেন

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৯, ২০২৪, ০৫:০৮ পিএম

দিল্লিতে বিশাল হার, রিয়াদ দেরিতে জ্বললেন

ভারতের কাছে টানা ২ ম্যাচ হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

দিল্লিতেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বুধবার তারা হেরেছে ৮৬ রানে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশ ২২২ রানের টার্গেটে ১৩৫ রান তুলেছে। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৯ বলে ৪১ রান করেছেন। এটি দলীয় সর্বোচ্চ ইনিংস। তিনি আর একটি টি-টোয়েন্টি খেলে অবসর নেবেন।

বরুণ চক্রবর্তী ও নিতিশ কুমার ২টি করে উইকেট নেন। 

এর আগে ভারত নিতিশ কুমার (৭৪), রিঙ্কু সিং (৫৩) ও হার্দিক পান্ডিয়ার (৩২) ঝড়ে বিশাল স্কোর গড়ে তোলে। রিশাদ ৩টি উইকেট পেলেও ৫৫ রান দিয়েছেন।

২টি করে উইকেট তানজিম, তাসকিন ও মোস্তাফিজের।  

Link copied!