অক্টোবর ১০, ২০২৩, ১০:৫৬ এএম
ডেভিড মালান পাত্তাই দিল না। ডেভিড মালান ঝড় বইয়ে দিলেন। ১০৭ বলে ১৪০ রান করেন। ইংল্যান্ডের স্কোর আরও বড় হতে পারতো। বাংলাদেশ অসময়ে ঘুরে দাঁড়িয়েছে। তারপরেও ইংল্যান্ডের স্কোর ৩৬৪ রান ৯ উইকেটে।
জনি বেয়ারস্টো ও তিনি দারুণ শুরু করেন। বেয়ারস্টাকে ৫২ রানে আউট করেন সাকিব। মালান ও রুট ইংল্যান্ডকে বড় স্কোরে নিয়ে যেতে থাকেন।
রুট ৬৮ বলে ৮২ রানে আউট হন। বাটলার ও ব্রুক সমান ২০ রান করে ফেরেন। ইংল্যান্ডের লোয়ার মিডল অর্ডার ভাল করতে পারেনি।
শেষ ১০ ওভারে ৬৬ রান নিতে পেরেছে ইংল্যান্ড। আর তারা ৬টি উইকেট হারায়। মেহেদী ৭১ রানে ৪টি ও শরিফুল ৭৫ রানে ৩টি উইকেট নেন।
ধর্মশালায় টস জিতে সাকিব আল হাসান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দলে পরিবর্তন আনেন। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে মেহেদি হাসানকে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ দলে এখন তিন পেসারের সঙ্গে তিন স্পিনার। আগের দিন মেহেদিকে খেলানো হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কন্ডিশন বিবেচনা করে তাকে নেওয়া হয়েছে।
ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। ২০১৯ সালে ঘরের মাঠে প্রতিযোগিতায় বাংলাদেশকে ১০৯ রানে হারায় ইংল্যান্ড।
বাংলাদেশ এই বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে। অন্যদিকে ইংল্যান্ড নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু করেছে।
ইংল্যান্ড বেন স্টোকসকে ছাড়া খেলতে নেমেছে। বিশ্বকাপে টানা ২টি ম্যাচে নেই তিনি। ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার চোটে আক্রান্ত।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি