ভারত নারী এশিয়া কাপে ফেভারিটই ছিল। তারা নিশ্চিত এই শিরোপা জিতবে সেটা ভেবে ডাম্বুলায় পা রেখেছিল। কিন্তু খেলা ব্যাপারটাই অনিশ্চয়তার। কখন কি হয় কে বলতে পারে!
অবাক করা ঘটনাই ঘটেছে। ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এই প্রথম নারী এশিয়া কাপ জয় করেছে তারা।
ফাইনালে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। জবাবে ১৮.৪ ওভারে শিরোপা নিশ্চিত করে শ্রীলঙ্কা (১৬৭/২)। অধিনায়ক চামারি আতাপাত্তু ৬১ ও হারসিথা সামারাবিক্রমা ৬৯ রান করেন।