তামিম কি আসলেই বিশ্বসেরা?

মুবিন আহমেদ

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৩:০৪ এএম

তামিম কি আসলেই বিশ্বসেরা?

সংগৃহীত ছবি

ক্রিকেট বিশ্ব চিনবে তাকে তামিম ইকবাল নামে, বাংলার বুকে এই পুষ্প ফুটেছে চট্টগ্রামে। তামিম ইকবাল খান, দারুণ অভিষেকে জয়ে স্মরণীয় ক্যারিবীয় ময়দান। তাঁর ছোবলে পাওয়ার প্লেতে বোলার থাকতো ভীত, চার ছক্কায় খেলার মাঠকে করতো বিস্ফোরিত। 

২০০৭ বিশ্বকাপে তাক লাগিয়ে শুরু। ১৮ বছর বয়সী তামিম উদ্ধত সব শটে গ্যালারিতে আছড়ে ফেলেছিলেন একের পর এক বল। অনেকে তাঁকে বিশ্বসেরা ওপেনার হিসেবেই বিবেচনা করে। তবে বিশ্বসেরা ওপেনার হওয়ার জন্য যে পরিসংখ্যান বা নামের পাশে রেকর্ডের তালিকা থাকা প্রয়োজন সেগুলোর বিচারে তামিম কি আসলেই বিশ্বসেরা? চলুন দেখে নেয়া যাক……

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ১৫ হাজার রান রয়েছে তামিমের। ৩৮৫ ম্যাচে ৩৫.৩৯ গড়ে তার সংগ্রহ ১৫১৪৮ রান। তাঁর সময়ে আসা ভারতীয় ওপেনার রোহিত শর্মা তিন সংস্করণ মিলিয়ে ৪৪৭ ম্যাচে ৩৯.১৭ গড়ে ১৭৫০৮ রান করেছেন।

তিন সংস্করণেই সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম। ওয়ানডেতে ১৪টি, টেস্টে ১০টি ও টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি আছে তাঁর। 

২৪১ ওয়ানডেতে ৩৬.৬২ গড় ও ৭৮.৫৪ স্ট্রাইক রেটে তামিম করেছেন ৮৩১৩ রান।  

ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরির পাশাপাশি ৫৬টি হাফসেঞ্চুরি রয়েছে তামিমের। দুই ক্ষেত্রেই বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন তিনি।

৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটিসহ তামিমের রান ৫১৩৪। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি।

কিন্তু বিশ্বকাপ এলেই মলিন হয়ে যায় তামিমের ব্যাট!

চার বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৯ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন তামিম। এই ২৯ ইনিংসে তামিমের ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি, পঞ্চাশোর্ধ্ব ইনিংসই এসেছে মাত্র ৪টি।

বিশ্বকাপের পারফরম্যান্স আর সামগ্রিক ওয়ানডের পারফরম্যান্সেও কী অদ্ভুত বৈসাদৃশ্য! একদিনের ক্রিকেটে যাঁর ব্যাটিং গড় ৩৬.০৮, বিশ্বকাপে সেটি কমে এসে দাঁড়িয়েছে ২৪.৭৬। স্ট্রাইক রেটের অবস্থাও ভালো নয়। ক্যারিয়ার স্ট্রাইক রেট যেখানে ৭৮.৫৪ বিশ্বকাপে সেটি আরও কমে এসে দাঁড়িয়েছে ৭৩.১২ এ।

একজন খেলোয়াড়কে আপনি তখনই বিশ্বমানের বলতে পারবেন যখন সে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে পারবেন। তামিম ইকবাল নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে একজন প্রুভড পারফর্মার কিন্তু বিশ্বমঞ্চে তামিম নিজের নামের প্রতি কতটা সুবিচার করেছেন সেটাই ক্রিকেটপ্রেমীদের ভাবায়।  

Link copied!