আগস্ট ৩১, ২০২৪, ০৬:৩১ এএম
সুস্থ হতে শরিফুলের দশ দিন সময় দরকার হবে। ছবি: বিসিবি
রাওয়ালপিন্ডিতে শরিফুল ইসলামকে ছাড়া দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। গ্রোয়েন ইনজুরির জন্য তিনি খেলতে পারছেন না। তাসকিন আহমেদ খেলছেন সেখানে।
গতকাল টেস্টের প্রথম দিন ছিল। বৃষ্টিতে প্রথম দিন ভেসে যায়। বাংলাদেশ আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে। পাকিস্তানের প্রথম উইকেট তাসকিনই নিয়েছেন।
শরিফুলকে প্রথম টেস্টের পর পরীক্ষা করা হয়। গ্রোয়েন ইনজুরি থেকে সেরে ওঠার জন্য তিনি রিহ্যাবে যোগ দিয়েছেন।