বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

সেঞ্চুরি মিসের আক্ষেপ জয়ের, নিজের সাফল্যে অবাক ফিলিপস

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৩, ০৭:৫৩ পিএম

সেঞ্চুরি মিসের আক্ষেপ জয়ের, নিজের সাফল্যে অবাক ফিলিপস

সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান জয়। ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ (মঙ্গলবার) মাঠে নামে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল ৯ উইকেটে ৩১০ রানে প্রথম দিন শেষ করেছে। যেখানে মূল অবদান রয়েছে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। ২৩ বছর বয়সী এই টাইগার ওপেনার এদিন ব্যক্তিগত সর্বোচ্চ ৮৬ রান করেছেন।

কিউইদের বিপক্ষে এদিন শুরু থেকেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিচ্ছিলেন জয়। টেস্ট মেজাজে তিনি কিউই বোলারদের বেশ পরীক্ষা নিয়েছেন। তবে সেট ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও সেঞ্চুরি করতে না পারার আক্ষেপে পুড়ছেন জয়। দিন শেষে সংবাদ সম্মেলনে সেই আক্ষেপের কথাও স্বীকার করেছেন অকপটে।

জয় বলেন, ‘আমারও বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। প্রতিদিন এরকম সুযোগ আসে না। আজ এসেছিল, মিস করে ফেলেছি। সবাই ভালো শুরু পেয়েছিল, কিন্তু বিল্ড আপ করতে পারেনি। এটাই আমাদের আক্ষেপ।’

অন্যদিকে সংবাদ সম্মেলনে আসা ফিলিপসকে জিজ্ঞেস করা হয়েছিল বোলিংয়ে নিজের এমন সাফল্যে অবাক হয়েছেন কিনা।

সংবাদ সম্মেলনে গ্লেন ফিলিপস ছবি: সংগৃহীত

জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ একদম। টেস্ট ম্যাচে বোলিং করতে পারাটা আমার জন্য অনেক দিন ধরেই স্বপ্নের মত ব্যাপার ছিল। বাংলাদেশের একাদশে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার ছিল। এর ফলেই হয়ত সুযোগটা মিলেছে। স্পেলের মাঝে লাইন, লেন্থ, বোলিংয়ে পরিবর্তন আনা এগুলো চলছিলই। আমার মনে হয় আজ ছেলেরা যা করে দেখিয়েছে তা দারুণ ছিল।’

ফিলিপসের মূল পরিচয় ব্যাটার হিসেবেই। উইকেটরক্ষক হিসেবেও বেশ ভালোই পারদর্শী তিনি। তবে বোলার হিসেবে নামডাক এত বেশি ছিল না। সম্প্রতি বোলিংয়ে তার চোখে পড়ার মত উন্নতির ফলে এখন যেন কিছুটা অলরাউন্ডার অলরাউন্ডার ভাবও চলে আসছে ফিলিপসের মাঝে।

 

Link copied!