বাংলাদেশের বিপক্ষে ফিরছেন কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১১, ২০২৩, ০৮:০১ পিএম

বাংলাদেশের বিপক্ষে ফিরছেন কেন উইলিয়ামসন

নিয়মিত অধিনায়ক ইনজুরিতে থাকা  কেন উইলিয়ামসনের উন্নতিতে স্বস্তি প্রকাশ করেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তবে একাদশে ফেরানোর আগে আরো অন্তত দুটি অনুশীলন সেশনে পরখ করতে চান তিনি। যদিও আগামী শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফেরার মতো ‘ভালো চেহারায়’ তাকে দেখা যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে স্টিড নিশ্চিত করেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য পাওয়া যাবে অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদিকেও।
কিউই কোচ বলেন,‘ তার  (উইলিয়ামসন) অবস্থার দারুন উন্নতি হয়েছে। শেষ ৫/৬ দিন ধরে দারুন দেখাচ্ছে। এই মুহুর্তে এটিই কেনের মুল খবর। এখন তার মধ্যে ইনজুরির লক্ষন খুব একটা নেই।নিয়মিতভাবেই  উইকেটে দৌঁড়াচ্ছে, ফিল্ডিংয়ের দক্ষতা দেখে মনে হচ্ছে  সে  ৫০ ওভারের ম্যাচে খেলার মতো সক্ষমতা ফিরে এসেছে । তার বর্তমান অবস্থানে আমরা খুশি । তার জন্য আমাদের আরো দুটি অনুশীলন বাকি  আছে। তবে এই পর্যায়ে তাকে দেখে খেলায় ফেরার মতো অবস্থানে আছে বলেই মনে হচ্ছে।’
চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইনজুরিতে পড়ার পর ফিটনেস ফিরে পাবার জন্য কাজ করে যাচ্ছেন উইলিয়ামসন। পাকিস্তান ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে অনুশীলন ম্যাচে অংশ নিলেও বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে একাদশে রাখা হয়নি উইলিয়ামসনকে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওই দুই ম্যাচে সহজ জয় পেয়েছে কিউইরা।
তবে উইলিয়ামসন একাদশে ফিরলে কাকে বাদ দেয়া হবে সেটি নিশ্চিত করেননি স্টিড। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে সফল হয়েছেন  রাচিন রবীন্দ্র। করেছেন একটি  সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। 
স্টিড বলেন,‘ কেন সুস্থ হয়ে ফিরে তিনি যে একাদশে থাকবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। তিনি বিশ্বের সেরা খেলোয়াদড়ের  একজন। এই মুহুর্তে আমরা আলোচনা করছি কিভাবে তাকে পরিপুর্ন সুস্থ করা যায়।  উদাহারণ হিসেবে বলা যায় আমরা প্রথম ম্যাচে জিমি নিশামকে দলে নিলেও দ্বিতীয় ম্যাচে রাখিনি। কন্ডিশন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া  হয়েছে। ওই সময় সেটিকেই আমরা সেরা দল মনে করেছি। প্রতিপক্ষ দলের অবস্থা বিবেচনায় এনেও আমরা আলোচনার ভিত্তিতে যাদের ভালো মনে করব তাদেরকেই সুযোগ দেব।’

Link copied!