শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্টে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২-০ তে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানান, তিনি দলের পরিস্থিতি বুঝতে পেরেছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার কথা বলেছেন লিপু। লিটন দাসকে নিয়ে আশা ছিল তার। তিনি বলেন,‘ আমাদের কিছুটা আস্থা ছিল সে তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর। আমরা চাচ্ছিলাম যে কিছু অভিজ্ঞতা থাকুক। সাকিব ফিরে এসেছে, মুশফিক যেহেতু নেই অভিজ্ঞতার যে দরকার আছে সেটা দেখতে পাচ্ছেন। অভিজ্ঞরা যদি অভিজ্ঞতার আলোকে ক্রিকেট খেলতে না পারে তাহলে দল বেশিদূর এগোতে পারে না।`
ব্যাটিংটা নিয়ে বেশি হতাশা লিপুর। এ ব্যাপারে তিনি বলেন,‘ আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের ইনিংসটাই বড় হতে পারত। আমাদের একটা আক্ষেপ যে মুমিনুল একটা অবস্থানে পৌঁছে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে। সাকিবও নিজেকে সুসংহত করতে পেরেছিলেন। লিটন দাসও যে জায়গায় চলে গিয়েছিলেন সেখান থেকে ইনিংসটা বড় করা বা তিন অঙ্কে পৌছে যাওয়াটা অসম্ভব কিছু ছিল না।`