সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৬:৩৮ পিএম
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে চলছে। আর এ ম্যাচের ইনিংসের ৪৫তম ওভারের চতুর্থ বল করার জন্য দৌড় শুরু করেন হাসান মাহমুদ। নন-স্ট্রাইক প্রান্তে থাকা ঈশ সোধি তখন এক পা এগিয়ে যান। তাতেই হাসান মাহমুদ থেমে গিয়ে স্টাম্প ভাঙেন।
মানকাডিং আউট হয়ে ইশ সোধি তখন রিভিউয়ের সময়টায় উইকেটে দাঁড়িয়ে আলোচনা করছিলেন তামিম ইকবালের সঙ্গে। তখনই সিদ্ধান্ত আসে সোধি রানআউট হয়েছেন।
আউট হয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে যখন মাঠ ছাড়ছিলেন সোধি, তখন অধিনায়ক লিটন দাস ও হাসান মাহমুদ আম্পায়ারের সঙ্গে কথা বলে আবারও সোধিকে মাঠে ফেরার ব্যবস্থা করেন। সোধি ফেরার ডাক পেয়ে বেশ হাসিমুখেই উইকেটে ফিরে হেলমেট-গ্লাভস খুলে হাসান মাহমুদকে জড়িয়ে ধরেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে মিশ্র ভাব প্রকাশ করেছে। কেউ বলছেন, নিয়মে আছে, কেন করলো না। কেউ বলছেন, হাসান ও লিটন বাংলাদেশকে গর্বিত করেছেন এই সিদ্ধান্তে।