লিটন দাস ভারতের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি আশা করছেন ভারতের সঙ্গে ভাল খেলবেন। মিরপুরে অনুশীলন করলেন তিনি।
মিরপুরে সংবাদ সম্মেলনে আশা করেছেন লিটন। ভারতে বড় রান চান তিনি। এ প্রসঙ্গে বলেন,‘ দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে। এটা থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। হোমে যখন ইন্ডিয়ার সঙ্গে খেলবে, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। আমি বলব না খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল। তাদের টেস্ট ক্রিকেটে যদি র্যাংক ধরেন তারা ওপরে। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে।’
দায়িত্ব নিয়ে কথা বলেছেন লিটন। তিনি বলেন,‘ স্বাভাবিক, আমি অলমোস্ট ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতেছি। ওইটুকু এক্সপেরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। তো এখন যদি দায়িত্ব না নিই, তাহলে আর কবে।’