ডিসেম্বর ২৯, ২০২৩, ০৯:১২ এএম
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ছবি : ওয়ালটন
বৃষ্টির তোপে ভেসে গেল নিউজিল্যান্ড ও বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। এখন ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ১-০ তে এগিয়ে মাঠে নামবে।
বাংলাদেশ এই প্রথম নিউজিল্যান্ডের মাঠে সিরিজ হারছে না। বছরের শেষটা ভাল হচ্ছে তাদের। এ বছর টি টোয়েন্টিতে আগের ৩টি সিরিজ তারা জিতেছে।
মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে শান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ড ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান সংগ্রহ করে। শরিফুল ও সাকিব ১টি করে উইকেট নেন।
এর আগে লিটন দাসকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তিনি ইনজুরিতে ছিলেন। তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল।
এখন বছরের শেষটা রাঙাতে শেষ দিনে ম্যাচটা জিততে চাইবে শান্ত ও তার দল।