জ্যামাইকা টেস্ট

মিরাজ আগে ব্যাট নিলেন

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৪, ০১:৪৮ এএম

মিরাজ আগে ব্যাট নিলেন

মাঠ ভেজা থাকায় জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হতে দেরি হয়। ছবি: এক্স

জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনের খেলা দেরিতে শুরু হয়েছে। মাঠ ভেজা ছিল। 

প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে। এই টেস্টে সেরাটা দেয়ার লড়াই টাইগারদের। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। পরে রাত দেড়টায় টস ও ২ টায় খেলা শুরুর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ এ সফরে ২টি টেস্ট ছাড়াও ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে। 

Link copied!