নিজের গুরুকে শ্রদ্ধা জানাতে ভুলেননি মিরাজ

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ১১:৫৮ পিএম

নিজের গুরুকে শ্রদ্ধা জানাতে ভুলেননি মিরাজ

সংগৃহীত ছবি

একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তাঁর শিক্ষক। সমাজ গড়ার সেসকল কারিগরদের দিন আজ। বিশ্ব শিক্ষক দিবসে নিজের ক্রিকেটীয় জীবনের শিক্ষাগুরু ‘মো. আল মাহমুদ’ কে শ্রদ্ধা জানাতে ভুলেননি দেশের ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

এদিকে ভারতে শুরু হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় এখন মেহেদী হাসান মিরাজ। সেখান থেকেই স্মরণ করলেন তাঁর প্রথম ক্রিকেট শিক্ষক— মো. আল মাহমুদকে। 

২০১৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন এই স্পিন অলরাউন্ডার। কিন্তু এর আগে মিরাজের ছিল টানাপোড়েনের গল্প। 

মিরাজ নজরে পড়েছিলেন স্থানীয় কোচ আল মাহমুদের। খুলনার খালিশপুর এলাকার কাশীপুর ক্রিকেট একাডেমির কোচ ছিলেন তিনি। যিনি মিরাজকে কোচিংয়ের পাশাপাশি খেলার সরঞ্জামাদি দিয়েও সহায়তা করেছিলেন। তাই বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ক্রিকেটের প্রথম শিক্ষক আল মাহমুদকে।

May be an image of 4 people, people batting, sports equipment and text

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মিরাজ লিখেছেন, ‘আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যাঁর হাত ধরে, তিনি ‘মো. আল মাহমুদ’ স্যার। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যার হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।’

আল মাহমুদসহ সব কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরাজ আরও লিখেছেন, ‘বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আল মাহমুদ স্যারসহ আমার অন্যান্য সকল কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমাকে সহায়তা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।’

Link copied!