নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের দারুণ ব্যাটিংয়ে লাহোরে বড় স্কোরের পথে বাংলাদেশ। এই ম্যাচের ওপেনিংয়ে নেমে মিরাজের অনবদ্য সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের ৭৯তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। মিরাজের পরপরই নাজমুল হোসেন শান্তও করে ফেললেন সেঞ্চুরি।
চোটের কারণে দলে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। জ্বরে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান আরেক ওপেনার লিটন কুমার দাস। এ অবস্থায় বিপদে পড়ে যাওয়া দলকে ভরসা দিয়ে ইতিহাস গড়লেন মিরাজ।
ওপেনিংয়ে মোহাম্মদ নাইম শেখের সাথে ৬০ বলে ৬০ রানের জুটি গড়েন মিরাজ। নাইম শেখ ৩২ বলে ২৮ রান করে আউট হন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফেরেন তাওহিদ হৃদয়।
৬৩ রানে দুই উইকেট পতনের পর নাজমুল হোসেন শান্তর সাথে দলের হাল ধরেন মিরাজ। ১১৫ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে ক্রিকেট ক্যারিয়ারের তৃতীয় এবং ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।
এ ম্যাচে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, মোস্তাফিজ ও মাহেদীকে বাদ দেওয়া হয়।