শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি রয়েছে ১৮ মার্চ। সে ম্যাচের বাংলাদেশ দল থেকে বাদ দেয়া হয়েছে লিটন দাসকে। তার বদলে নেওয়া হয়েছে জাকের আলী অনিককে।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেইলে এই খবর নিশ্চিত করেছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু ব্যাখা দিয়েছেন, কেন বাদ দিলেন লিটনকে। তিনি বলেন,‘ এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে। সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’
শ্রীলংকা ও বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় রয়েছে। লিটন প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে ফিরেছেন।