নভেম্বর ২১, ২০২৩, ০১:৫৪ পিএম
মোরসালিনের গোলে হার এড়াল বাংলাদেশ। লেবাননের বিপক্ষে মঙ্গলবার ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে জামালরা। মোরসালিন দুরপাল্লার শটে অবিশ্বাস্য গোল করেছেন।
গোলকিপার মিতুল চোট পান। শ্রাবণ গোলরক্ষক হিসেবে আসেন। তার ভুলে ৬৭ মিনিটে মাজেদ ওসমান গোল করে লেবাননকে এগিয়ে দেন।
৭২ মিনিটে মোরসালিন ডান দিক থেকে বক্সের বাহির থাকা অবস্থায় জোড়ালো শট নেন। দারুণ গোলে ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।
বিশ্বকাপ বাছাই রাউন্ড ২ এ বাংলাদেশ ১ পয়েন্ট পেল। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে তারা ৭-০ গোলে হেরেছিল।
বিস্তারিত আসছে..............