ডিসেম্বর ২২, ২০২৩, ০৯:৪০ পিএম
নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভেবেছেন পিচে পেসাররা সুবিধা নিতে পারবেন। তৃতীয় ম্যাচে দলে জায়গা করে নেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজ দ্বিতীয় ওয়ানডেতে জায়গা পাননি। তৃতীয় ম্যাচে ডান-হাতি পেসার হাসান মাহমুদকে বসতে হয়েছে। নিউজিল্যান্ড কোনো পরিবর্তন আনেনি একাদশে। দ্বিতীয় ম্যাচের দলকেই নামিয়ে দেয় তৃতীয় ওয়ানডে ম্যাচে।
নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৪ রানে জেতে। পরের টি তারা জেতে ৭ উইকেটে। বাংলাদেশ তৃতীয় ম্যাচটিতে হোয়াইটওয়াশ এড়াতে লড়তে নামে।
বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে ১৮টি ওয়ানডেতে হেরেছে। এখনও সেদেশে ওয়ানডে জয়ের স্বাদ পায়নি টাইগাররা। একটি টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা শুধু।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম , তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ।
নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, এডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রউর্ক, রাচিন রবীন্দ্র, আদি অশোক এবং উইল ইয়ং।