নভেম্বর ৫, ২০২৩, ০৯:৪৪ এএম
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি হবে। ৭ ম্যাচের ৬টিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। এখন আশা যদি শেষ আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এ জায়গা পাওয়া গেলে ভাল হতো।
দিল্লিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন,‘ আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর। গত ৭ মাসে আমি অনেক কিছু করতে পারিনি। আর কি দিতে পারেন এ কয়মাসে। আমি চেষ্টা করেছি দলটাকে প্রস্তুত রাখতে। আর আমি থাকছি কিনা সেটার সিদ্ধান্ত বোর্ডের হাতে।
শ্রীলংকার ম্যাচে ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন হাথুরুসিংহে। আর শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। সে ম্যাচ আরও কঠিন। অস্ট্রেলিয়া সেমিফাইনালের কাছেও চলে গেছে।
শান্তর বাজে ফর্ম নিয়ে কথা বলেছেন। এ ব্যাপারে হাথুরুসিংহে বলেন,‘ শান্ত যে বলগুলোয় আউট হয়েছে সেগুলো অন্য সময় হলে বাউন্ডারিতে পাঠাতেন।’ সময় খারাপ যায় বলে মনে করেন কোচ।