সেন্ট ভিনেসেন্টে বৃষ্টির জন্য টস দেরিতে হয়েছে। নেদারল্যান্ডস টস জিতে ফিল্ডিং নিয়েছে। দলে কোনো পরিবর্তন নেই।
নাজমুল হোসেন শান্তর দল এখন ব্যাট করবে টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে। বাংলাদেশ দলে পেসার শরিফুল ইসলামের জায়গা হয়নি। শ্রীলংকার বিপক্ষে এ বিশ্বকাপে জেতার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাল করেছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্যারিবীয় পর্বে নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে খেলবে। সুপার এইটে যাওয়ার চেষ্টা টাইগারদের। এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কখনও সুপার এইটে যায়নি।
বাংলাদেশ দল : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।