ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪

পোলান্ডকে শেষ সময়ে হারাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৪, ১০:১৬ পিএম

পোলান্ডকে শেষ সময়ে হারাল নেদারল্যান্ডস

হামবুর্গে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে পোলান্ডকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস। ১-০ গোলে লিড নিয়েছিল পোলান্ড। রবার্ট লেভানডভস্কি সাইডলাইনে ছিলেন। চেয়ে চেয়ে দেখলেন নেদারল্যান্ডসের জয়।

পোলান্ডের অ্যাডাম বুসকা ১৬ মিনিটে গোল করেন। ২৯ মিনিটে নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো গোলটি শোধ করে দেন। ম্যাচে ৮৩ মিনিটে নেদারল্যান্ডসের জয়সূচক গোলটি করেন অউট ওয়েগহর্সট।

এই গ্রুপে অপর দুটি শক্তিশালী দল অস্ট্রিয়া ও ফ্রান্স। 

Link copied!