আকাশে মেঘ। আলো বেশ কম। সকালে তো ফ্ল্যাড লাইটে খেলা চালানো হয়েছে। দিনের শেষে আম্পায়াররা আর পারলেন না। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তোপের মুখে রয়েছে। অন্ধকার তারাই দেখছে। প্রথম দিন শেষে ৫ উইকেটে ৫৫ রান তুলেছে তারা। আর স্পিনে বিপাকে থেকে ব্ল্যাকক্যাপরা ১১৭ রানে পিছিয়ে।
গ্লেন ফিলিপস ৫ ও ড্যারেল মিচেল ১৭ রানে ব্যাট করছেন। বাঁ-হাতি স্পিনার তাইজুল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাইলফলকে পা রাখলেন। তাইজুল দেশের মাটিতে ১৫০ টেস্ট উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন।
তাইজুল এ ম্যাচে ২৯ রানে ২টি ও অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ৫টি উইকেটই স্পিনারের। প্রথম দিন ১৫ উইকেট গেছে। ১৪টি উইকেটই দুদলের স্পিনাররা শিকার করেছেন।
বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছিল। আর ১৭২ রানে তারা সব কটি উইকেট হারায়। নিউজিল্যান্ডের ৮টি উইকেটই স্পিনারদের।
সিলেটে প্রথম টেস্ট ম্যাচটিতে তাইজুল ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। আর বাংলাদেশ ১৫০ রানে টেস্ট ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান টাইগাররা।
নিউজিল্যান্ডের ব্যাটাররা সুবিধা করতে পারলেন না। সবচেয়ে বড় ব্যাটার কেন উইলিয়ামসন ১৩ রানে মিরাজের শিকার হন। আর ডেভন কনওয়ের খারাপ সময় চলছেই। তিনি এবার ১১ রানে মিরাজের বলে বোল্ড। আর টম লাথাম ও নিকোলস ৪ ও ১ রানে ফিরেছেন।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭২ অলআউট, ৬৬.২ ওভার (মুশফিক ৩৫, শাহাদাত ৩১; ফিলিপস ৩/৩১, সান্টনার ৩/৬৫)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৫৫/৫, ১২.৪ ওভার (ফিলিপস ৫, মিচেল ১২, উইলিয়ামসন ১৩; মিরাজ ৩/১৭, তাইজুল ২/২৯)