শ্রীলংকার হার ৫ উইকেটে

সেমিফাইনালের পথেই নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৯, ২০২৩, ০২:৩০ পিএম

সেমিফাইনালের পথেই নিউজিল্যান্ড

ডেভন কনওয়ে ৪৫ রান করেন ছবি : টুইটার

বেঙ্গালুরুতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথেই রয়েছে নিউজিল্যান্ড। 

শ্রীলংকা ১৭১ রান করেছে। নিউজিল্যান্ড ২৩.২ ওভারে জয় নিশ্চিত করে (১৭২/৫)। ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তিনি ৩৭ রানে ৩ উইকেট নেন। 

এই হারে আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে না শ্রীলংকা। আর পাকিস্তানের সেমিফাইনাল আশা এক প্রকার শেষ।

পাকিস্তানের পরের শেষ বিশ্বকাপ ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। সে ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে ২৮৭ রানে। আর ইংল্যান্ড যদি ব্যাটিং করে। তবে তাদের ১৫০ এ আটকে ২২ বলে তুলে নিতে হবে। ক্রিকেটে এমন লক্ষ্য অসম্ভব এক কথায়। ইংল্যান্ড খারাপ পরিস্থিতিতে আছে। তবে এতটা খারাপও না যে এত বড় ব্যবধানে তারা হারবে। ২০১৯ সালের চ্যাম্পিয়ন তারা। 

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানেই আছে নিউজিল্যান্ড। সেমির দৌড়ে এখনও আছে পাকিস্তান ও আফগানিস্তান। ৮ ম্যাচে ৮ করে পয়েন্ট আছে তাদের। কিন্তু রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে তারা। নিউজিল্যান্ডের আছে ০.৭৪৩, পাকিস্তানের আছে -০.০৩৬ ও আফগানদের আছে -০.৩৩৮ রান রেট। নিজেদের শেষ ম্যাচে জয় ছাড়াও কঠিন সমীকরণের মুখে পড়তে হবে পাকিস্তান ও আফগানিস্তানকে। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে নেমে গেল শ্রীলংকা। এ অবস্থায় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা ঝুলে রইল লংকানদের। ইংল্যান্ড, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পরের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে শ্রীলংকাকে।

Link copied!