ডিসেম্বর ১, ২০২৩, ০৯:১৪ এএম
সিলেট টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের। শুক্রবার টেস্টের চতুর্থ দিন ৩৩২ রানের টার্গেট দেয় টাইগাররা। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে।
শরিফুল শুরুতে আঘাত হানেন। শূন্য রানে ফেরেন টম লাথাম। কনওয়ে (২২) ও কেন উইলিয়ামসন (১১) কে সাজঘরে ফেরত পাঠান বাঁ-হাতি স্পিনার তাইজুল।
হেনরি নিকোলসের (২) উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ড এখন হার এড়াতে লড়ছে। নাজমুল হোসেন শান্তরা বাগে পেয়েছে ব্লাক ক্যাপদের।
উইলিয়ামসন আগের ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। এই ইনিংসে দাঁড়াতে পারলেন না। নিউজিল্যান্ডের হার এড়াতে লড়ছে ড্যারেল মিচেল ও টম ব্লান্ডেল।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৫০ রান করেন। নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ১৪৮ রানে ৪ উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৩১৭।