অক্টোবর ৫, ২০২৩, ০৯:১০ পিএম
আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিল নিউজিল্যান্ড। ৯ উইকেটে তারা জিতেছে। আর ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্র সেঞ্চুরি তুলে নিয়েছেন।
পিলে চমকে যাওয়ার পরিস্থিতি। ইংল্যান্ড ২০১৯ সালের চ্যাম্পিয়ন। ওয়ানডেতে তারা ভয়ঙ্কর দল। আগে ব্যাট করে তারা ২৮২ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ড সে স্কোর টপকে গেল ১ উইকেট হারিয়ে (২৮৩/১,৩৬.১ ওভার)।
ডেভন কনওয়ে ১৫২ ও রাচিন রবিন্দ্র ১২৩ রানে অপরাজিত ছিলেন। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ২৭৩ রানের জুটি ছিল আজ কনওয়ে-রবিন্দ্রের। গাপটিল ও ইয়ংয়ের ছিল ২০৩ রানের।
২০১৯ সালে ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ইংল্যান্ড সেবার চ্যাম্পিয়ন হয়। এবার আরো শক্তিশালী হয়ে নিউজিল্যান্ড ফিরে এসেছে।
কোনো লড়াই হলো না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হলেও গ্যালারি পূর্ণ হয়নি। শচিন টেন্ডুলকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আইসিসির। তিনি নিয়ে আসেন ট্রফি। নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিং নেয়। ইংল্যান্ড বড় স্কোরও করতে পারেনি।
২৮৩ রান টার্গেট। নিউজিল্যান্ডের উইল ইয়ং কোনো রান না করে আউট হন কারেনের বলে। এরপর নিউজিল্যান্ড আর উইকেট হারায়নি। ৮২ বল হাতে রেখে জয় পেল গতবারের রানার্সআপ দলটি।
এর আগে জো রুটের হাফ-সেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় আজ থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রুট সর্বোচ্চ ৭৭ রান করেন। ইনিংসের শেষ দিকে লোয়ার অর্ডারে অষ্টম থেকে দশম উইকেট জুটিতে ৫৩ রান পায় ইংলিশরা।