৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৩, ০৯:২৮ এএম

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের জয়

আফিফকে আউট করেন সান্টনার। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নিউজিল্যান্ড অধিনায়ক ছবি : টুইটার

বাংলাদেশ লড়াই করার মত স্কোর করতে পারেনি। ফলে হেরে যেতে হলো। বৃষ্টি এসে সময়ক্ষেপন করেছে। এই যা। মাউন্ট মঙ্গানুইয়ে রবিবার তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৭ রানে (ডি/এল মেথড)।

বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে ১১০ রানে গুটিয়ে যায় (১৯.২ ওভার)। জবাবে নিউজিল্যান্ড ১৪.৪ ওভারে ৯৫ রান তোলে ৫ উইকেটে। এ সময় বৃষ্টি বাগড়া দিলে ম্যাচ বন্ধ হয়ে যায়। সময় নষ্ট হওয়ায় বৃষ্টি আইনে হিসাব করে দেখা যায় নিউজিল্যান্ডের ৭৮ রান হলেওই চলতো। ফলে তারা ১৭ রানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। 

নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার ব্যাটে ২০ বলে ১৮ ও বলে ১৬ রানে ৪ উইকেট নেন। ফলে ম্যাচসেরা তিনি। শরিফুল এই ৩ ম্যাচে ৬ উইকেট নেওয়ায় সিরিজসেরা।

অল্প রানে গুটিয়ে গেলেও নিউজিল্যান্ডকে চাপে রেখেছিল বাংলাদেশ। ৪৯ রানে ৫ উইকেট হারায় তারা। সেইফার্ত, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস ও চ্যাপম্যান সমান ১ রানে সাজঘরে ফেরেন। 

শরিফুল  ও মাহেদী চাপে রেখেছিলেন নিউজিল্যান্ডকে। দুজনই ২ উইকেট করে নেন। ফিন অ্যালেন কক্ষপথে রেখেছিলেন নিউজিল্যান্ডকে। ৩১ বলে ৩৮ রান করে আউট হলেও দলকে জয়ের পথে রেখে যান। 

বাংলাদেশের ব্যাটিংটা আজ ভাল হয়নি। দলীয় সর্বোচ্চ ১৬ রান তাওহিদ হৃদয়ের। খুবই হতাশাজনক ব্যাটিং। বছরের শেষ দিনে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পেতে পারতো টাইগাররা। সেটা আর হলো না। তবে প্রথমবারের মত সেখানে ওয়ানডে জয় এসেছে। আবার টি টোয়েন্টিতেও প্রথম জয় পেয়েছে তারা। বৃত্তপূরণ করে দেশে ফিরবেন ক্রিকেটাররা।  

 

 

Link copied!