এশিয়া কাপের পরবর্তী দুই আসরের আয়োজক দেশ চূড়ান্ত করা হয়েছে। ২০২৫ সালের এশিয়া কাপ হবে ভারতে; বাংলাদেশ আয়োজন করবে ২০২৭ সালে।
‘টি-টোয়েন্টি’ সংস্করণে খেলা হবে পরের এশিয়া কাপ। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়া কাপে একই সংস্করণ রাখা হয়েছে। ফলে বিশ্বকাপের আগেই কুড়ি ওভারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রস্তুত করতে পারবে এশিয়ান দলগুলো। মূলত বিশ্ব আসরে ভিন্ন সংস্করণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল গত শনিবার স্পন্সরের ‘জন্ত এক্সপ্রেসেশন অব ইন্টারেস্ট’ আহ্বানকালে এসব তথ্য জানায়।
এ ছাড়া ২০২৭ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এশিয়া কাপের পরপরই একই বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এশিয়া কাপের দুই আসরেই ছয়টি দেশ অংশ নেবে। বাছাইপর্ব পেরিয়ে যুক্ত হবে একটি দল, তবে এশিয়ার টেস্ট খেলুড়ে ৫ দেশ সরাসরি অংশ নেবে।