তামিমের সঙ্গে তেমন আলাপ হয়নি : পাপন

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৩, ০৮:২৯ এএম

তামিমের সঙ্গে তেমন আলাপ হয়নি : পাপন

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে দেখা করতে তাঁর বাসায় গিয়েছিলেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জানা যায়, শরীরের বর্তমান অবস্থা বিসিবি সভাপতিকে জানাতে সেখানে যান তিনি।

সোমবার এ সাক্ষাতের পর গণমাধ্যমের মুখোমুখি হননি তামিম। তবে বিকেলে সংবাদকর্মীদের সাথে কথা বলতে চেয়েছেন তিনি।

তামিমের সাথে সাক্ষাতের প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, আমার সাথে তেমন আলাপ হয়নি৷ বিপিএলের সময় আলাপ হবে। আমি তো ব্যস্ত এখন।

পাপন আরও বলেন, ‘আমি তামিমের কথা শুনেছি। আমি অনেক ব্যাপার জানি না। আগে জেনে নেই। তারপর বসবো আবার।’

কিছুদিন আগে ইংল্যান্ড থেকে ফিরেছেন তামিম। স্বাভাবিকভাবেই বিসিবি সভাপতির কাছে নিজের বর্তমান অবস্থা জানাতে যাওয়ার কথা ছিল তাঁর।

গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে তাঁকে আর মাঠে দেখা যায়নি। ক্রিকেটাঙ্গনে বহুদিন ধরেই তামিমের ভবিষ্যৎ নিয়ে জোর আলাপ চলছে।

বিশ্বকাপেও দলে থাকা না থাকা নিয়ে বেশ নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আর দলে দেখা যায়নি তাঁকে। সেই থেকে এখনো মাঠের বাইরে তিনি।

দেশের মাটিতে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি। এমনকি এরপর নিউজিল্যান্ডে যে অ্যাওয়ে সিরিজ হতে যাচ্ছে সেখানেও থাকবেন না তিনি।

এর আগে চলতি বছরের জুলাইয়ে দেশের মাটিতে চলা আফগানিস্তান সিরিজের মাঝে হঠাৎই অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের এই ওপেনিং ব্যাটার। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের ঘোষণা প্রত্যাহার করেন তিনি।

Link copied!