সাকিবের সামনে সর্বকালের সেরা হওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৭, ২০২৩, ০৫:৩৪ এএম

সাকিবের সামনে সর্বকালের সেরা হওয়ার সুযোগ

সাকিব আল হাসান।

সত্যিই কি কেউ আছেন যিনি ২২ গজে ইচ্ছে করলেই সবকিছু করতে পারেন? প্রশ্নটা অদ্ভুত হয়তো অতিরঞ্জিতও। কিন্তু তাই বলে সাকিব আল হাসানের জন্য! না তার জন্য কথাটা একেবারেই অতিরঞ্জিত নয়। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে পরিণত করেছেন রেকর্ড আল হাসান নামে।

সবশেষ ২০১৯ বিশ্বকাপে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। টুর্নামেন্টের এক পর্যায়ে ছিলেন সর্বোচ্চ রান গ্রাহকদের তালিকার শীর্ষে।   ২০২৩ বিশ্বকাপ সাকিবের শেষ বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাতারকার শেষ বিশ্বকাপে অনন্য এক ইতিহাস ডাকছে সাকিব আল হাসানকে। বিশ্বকাপের ইতিহাসে আর কোন ক্রিকেটারের যেখানে ১০০০ রান ও ২০ উইকেটরই ডাবল নেই সেখানে সাকিবের এরই মধ্যে ১১৪৬ রান আর ৩৪ উইকেট! এ যেন অবিশ্বাস্য ও অতুলনীয় এক সাকিব! ২০২৭ বিশ্বকাপে যেহেতু আর খেলা হবে না সেকারণে ইতিহাস গড়তে যা করার এই বিশ্বকাপেই করতে হবে। কি সেই ইতিহাস? চলুন জেনে নেয়া যাক।

বিশ্বকাপে ১৫০০ রান ও ৫০ উইকেটের সুপারম্যানীয় ডাবলস। বিশ্ব্বের অন্য কোনো ক্রিকেটারের পক্ষে এই মাইলফলকের ধারে কাছে যাওয়াও যেন স্বপ্নের মত ব্যাপার।  এই বিশ্বকাপে সাকিব মিনিনাম ৯ টি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তাতে ৩৫৪ রান করা কি বড় কোন ব্যাপার? আর বল হাতে ৯ ম্যাচে ১৬ উইকেট?  একটু কঠিন হয়ে যাবে? সাকিব যদি চান তাহলে তা নিশ্চয়ই সম্ভব। উপমহাদেশে সাকিব  বল হাতে দারুণ করে আসছেন শুরু থেকেই। সেই দিক বিবেচনায় ৫০ উইকেটের মাইলফলক মানে ৫০-৫০!

একবার ভেবে দেখুন তো যেখানে ক্রিকেট ইতিহাসে আর কারো ১০০০ রান আর ২০ উইকেটই নেই সেখানে সেই কীর্তিকে নিয়ে যাচ্ছেন ১৫০০ রান আর ৫০ উইকেটে। এক অতিমানবীয় ব্যাপার!

বিশ্বকাপ শেষে সাকিব যদি ১৫০০ রান ৫০ উইকেটের রেকর্ডটি গড়তে পারেন তাহলে যতদিন বিশ্বকাপ থাকবে ততদিন সাকিব আল হাসানের নাম থেকে যাবে বিশ্বকাপে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবেই!

ক্রিকেট ক্রেজি নেশন শুধু সেরা অলরাউন্ডার প্রাপ্তির গর্বে মোহিত থাকেন। তবে সাকিব যে আসলেই সেরাদের সেরা, এবং এই সেরা হওয়ার পেছেন তার কঠোর পরিশ্রম লুকিয়ে আছে তা নির্দ্বিধায় অনস্বীকার্য।

Link copied!