অক্টোবর ৬, ২০২৩, ০৯:৫১ পিএম
হায়দরাবাদে শুভ সূচনা পাকিস্তানের। নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ শুরু করেছে বাবর আজমের দল।
নেদারল্যান্ডস টসে জিতেছিল। তারা ফিল্ডিং নেয়। পাকিস্তান ব্যাট করতে নেমে ২৮৬ রান সংগ্রহ করে। জবাবে নেদারল্যান্ডস ৪১ ওভারে ২০৫ রানে অলআউট হয়। সৌদি শাকিল ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তিনি ম্যাচসেরা হন।
পাকিস্তানের ব্যাটাররা স্বস্তিতে ছিল না। ফখর জামান (১২), ইমাম উল হক (১৫) ও বাবর আজম ৫ রানে আউট হন। মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল সমান ৬৮ রান করেন। এই দুজনের চেষ্টায় পাকিস্তান ম্যাচে ছিল।
মোহাম্মদ নেওয়াজ (৩৯) ও শাদাব (৩২) শেষের দিকে ভাল স্কোর করেন। পাকিস্তান ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে। বাস ডি লিড ৪টি উইকেট শিকার করেন।
লিড ব্যাটিংয়ে ৬৭ রান করেন। বিক্রমজিত সিংয়ের স্কোর সেখানে ৫২। নিয়মিত উইকেট হারিয়ে জয়ের বন্দর হারিয়ে ফেলে তারা।