হ্যামিল্টনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও হেরেছে পাকিস্তান। ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের হাফ-সেঞ্চুরি ও পেসার এডাম মিলনের বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ২১ রানে হারিয়েছে পাকিস্তানকে।
ম্যাচ সেরা অ্যালেন করেছেন ৭৪ রান ও বল হাতে মিলনে শিকার করেন ৪ উইকেট। ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
হাফ-সেঞ্চুরি পূর্ন করার পরই মিলনের বলে বোল্ড হন ৩টি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করা জামান। তৃতীয় উইকেটে বাবর আজমের সাথে ৪৯ বলে ৮৭ রান যোগ করে পাকিস্তানকে লড়াই রাখেন জামান। কিন্তু জামান ফেরার পর দ্রুত ৩ উইকেট হারালেও পাকিস্তানের জয়ের আশা ধরে রেখেছিলেন ৩২তম হাফ-সেঞ্চুরি করা বাবর।
১৮তম ওভারে দলীয় ১৫৩ রানে বাবরকে শিকার করে নিউজিল্যান্ডের জয়ের পথ সহজ করেন পেসার বেন সিয়ার্স। ২৭ রানে জীবন পাওয়া বাবর ৭টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন। শেষ পর্যন্ত ১৯ দশমিক ৩ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের মিলনে ৩৩ রানে ৪টি উইকেট নেন।
আগামী ১৭ জানুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও পাাকিস্তান।