নভেম্বর ১৮, ২০২৩, ০৪:২১ পিএম
আরও একটি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়া শিরোপা লড়াইয়ে রয়েছে। আহমেদাবাদে এই ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া এই ফাইনালে সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়করাও যাবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া পুরো বলিউড তো থাকছেই।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশেষ সংবর্ধনা দেবে তাদের। এই তালিকায় আছেন ভারতের সাবেক দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (১৯৮৩) ও মহেন্দ্র সিং ধোনি। এদিন গান গাওয়ার কথা সুরকার প্রীতমের। সমাপনী অনুষ্ঠান রাঙিয়ে দিতে বিমানবাহিনীর বিশেষ আয়োজন রয়েছে।