বাংলাদেশ ঢাকা টেস্ট হেরে গেছে ৪ উইকেটে। টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত মনে করেন, ২৩০ থেকে ২৪০ রান টার্গেট দিল নিউজিল্যান্ডকে হয়তো আটকে রাখা যেত।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শান্ত। তিনি বলেন,‘ এই টেস্টের কথা যদি বলি, আমরা ব্যাটাররা খুব একটা ভালো ব্যাটিং করিনি। প্রথম ইনিংসে ২৩০-২৪০ রানের উইকেট ছিল। ওই জায়গায় আমরা রানটা কম করার কারণে মনে হইসে উইকেটটা অনেক খারাপ। অবশ্যই নতুন বলে চ্যালেঞ্জ ছিল,আমরা ব্যাটিংটা আরেকটু বেটার করলে হয়তো এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না।’
নিউজিল্যান্ডের ফিলিপসের প্রশংসা করেছেন শান্ত। এ ব্যাপারে তিনি বলেন,‘ যে পরিকল্পনা ছিল যে যে রকম উইকেটটা ছিল, স্পিনাররা ভাল বল করেছে। আমার মনে হয় ও (ফিলিপস) খুব ভালো ব্যাট করেছে।আমার মনে হয় না আমাদের বোলাররা খুব খারাপ বোলিং করেছে। ও খুব ভালো ব্যাটিং করেছে।’