ওয়ানডে সিরিজ নিয়ে শান্তর আশা

স্পোর্টস ডেস্ক

মার্চ ১২, ২০২৪, ০৫:১২ পিএম

ওয়ানডে সিরিজ নিয়ে শান্তর আশা

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের আগে শ্রীলংকা ও বাংলাদেশের অধিনায়ক কুশল মেন্ডিস ও নাজমুল হোসেন শান্ত ছবি : বিসিবি

চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম টি বুধবার শুরু হচ্ছে। বেলা আড়াইটায় ম্যাচ। গতকাল বাংলাদেশ ও শ্রীলংকা দল অনুশীলন করেছে। সন্ধ্যার পর ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। 

সিলেটে টি টোয়েন্টি সিরিজে শ্রীলংকা ২-১ ব্যবধানে জিতেছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ আত্মবিশ্বাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন,‘ ‘দল হিসেবে খেলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন দল হিসাবে খেলি, তখন আমাদের ম্যাচ জেতার সুযোগ বেশি থাকে। শেষ সিরিজে  নিউজিল্যান্ড সফরে আমরা দল হিসেবে খেলে ভাল ফল পেয়েছি।  আমরা নিউজিল্যান্ডে সব ম্যাচ জিততে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত (আমরা তা করতে পারিনি) হয়নি। বিশ্বকাপের সময় আমরা দল হিসেবে খেলতে পারিনি, কিন্তু খারাপ সময় আমাদের একে অপরের পাশে থাকতে হবে এবং সমর্থন যোগাতে  হবে।’

এই সিরিজে সাকিব আল হাসান নেই। তামিমও খেলতে পারছেন না। এ ব্যাপারে শান্ত বলেন,‘ গত সিরিজে ব্যাটিং অর্ডারে বড় কোন পরিবর্তন হয়নি। আমি মনে করি না এই সিরিজে আমরা পরিবর্তন আনবো। দলে সাকিব আল হাসান নেই। সাকিবের উপস্থিতি সবসময় আমাদের কাজকে সহজ করে তোলে। কারণ তার ব্যাটিং এবং বোলিং, দুই ক্ষেত্রেই দলকে সহায়তা করে।’

সৌম্য সরকারকে নিয়ে কি ভাবছে টিম ম্যানেজম্যান্ট। এ ব্যাপারে শান্ত বলেছেন,‘ সে (সৌম্য) অনেক দিন পর এসেছে এবং শেষ সিরিজে তিনটি ম্যাচ খেলেছে। এক ইনিংস বড় স্কোর করেছে। তার ধারাবাহিকতার ইস্যু আছে। কেবলমাত্র সৌম্য নয়, ধারাবাহিকতা সব ব্যাটারের জন্য গুরুত্বপূর্ণ । আমরা কাজ করছি সৌম্য এবং অন্যান্য ব্যাটাররা কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখতে পারে।  আমি আশা করি এই সিরিজে সুযোগ পেলে সে দলের জন্য ভালো কিছু করবে।’

Link copied!