নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি

এবার নেপিয়ারে শান্তদের জয়ের টার্গেট

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৩, ০৩:০৫ পিএম

এবার নেপিয়ারে শান্তদের জয়ের টার্গেট

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল। নেপিয়ারে এবার ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে বুধবার (২৭ ডিসেম্বর)। বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে শুরু হবে খেলা। আর নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস টি টোয়েন্টিতে সাহস যোগাবে আশা করাই যায়।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টি-টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবকটিতেই হেরেছে টাইগাররা। গত বছর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। ধারনা করা হয়েছিলো, ওয়ানডে ফরম্যাটে হারের বৃত্ত ভাঙতে পারবে না টাইগাররা। কিন্তু এবার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে বড় ব্যবধাানে হারিয়ে দেয় বাংলাদেশ। ঐ ম্যাচে মাত্র ৯৮ রানে অলআউট হয় ব্লাক ক্যাপরা। বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ঘরের মাঠে ওয়ানডেতে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটে নিউজিল্যান্ডের। 

ঐতিহাসিক ওয়ানডে ম্যাচ জয়ের পর টি-টোয়েন্টিতে হারের বৃত্ত ভাঙ্গতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের পারফরমেন্সে আমরা খুশি। এই সিরিজে ভালো খেলছে তারা।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিউজিল্যান্ডে হারের বৃত্ত ভাঙ্গার চেষ্টা করছিলাম। গত বছর সেখানে আমরা একটি টেস্ট জিতেছি এবং এখন আমরা ওয়ানডে ম্যাচ জিতেছি। আশা করি, এই জয় টি-টোয়েন্টি সিরিজে ভালো করার জন্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস করবে।’
 

টি-টোয়েন্টি সিরিজের সূচি: 
২৭ ডিসেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নেপিয়ার, দুপুর ১২টা ১০ মিনিট
২৯ ডিসেম্বর: দ্বিতীয় টি-টেয়েন্টি, মাউন্ট মঙ্গানুই, দুপুর ১২টা ১০ মিনিট
৩১ ডিসেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, মাউন্ট মঙ্গানুই, সকাল ৬টা

Link copied!