ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন এতটাই জনপ্রিয় যে বিশ্বের প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে আইপিএলে খেলার। যদিও বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে খুব একটা চাহিদা নেই।
দুবাইয়ে আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। যার জন্য ভারতসহ বিভিন্ন দেশের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছে।
আইপিএল নিলাম। ছবি:সংগৃহীত
খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা সাকিব আল হাসানের নাম নেই সেই তালিকায়। বাংলাদেশের সেরা তারকার নিজেকে এভাবে গুটিয়ে নেওয়ার কী কারণ থাকতে পারে? আইপিএলে সাকিবের ভবিষ্যৎ কেমন হতে পারে?
ব্যস্ততা বেড়েছে সাকিবের। ক্রিকেটের বাইরে তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে নিজ এলাকা মাগুরার মনোনয়ন পেয়েছেন ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার।
মনোনয়ন পাওয়ার পর নিজ জেলা মাগুরায় সাকিব। ছবি: সংগৃহীত
এছাড়া সবশেষ ভারত বিশ্বকাপে ভালো পারফর্ম করতে না পারায় সবার নজর থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। ভারত বিশ্বকাপে ব্যাট হাতে ১৮৬ রান আর বোলিংয়ে ৯ উইকেট নিয়েছেন যা সাকিবের ইমেজের সাথে বেমানান।
আর এই ভালো পারফর্ম করতে না পারার কারণেও সাকিবের দিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কম থাকবে সেটি হয়তো তিনি নিজেও বুঝতে পেরেছেন।
সে কারণেই হয়তো তার এভাবে সরে যাওয়া। এছাড়া আইপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলেরও খেলা রয়েছে। সবমিলিয়ে বলা যায় বাস্তবতার কথা চিন্তা করেই আইপিএল থেকে সরে এসেছেন সাকিব।
উল্লেখ্য, ২০২২ সালে নিলামে ডাক না পাওয়া সাকিবকে গত আসরে দ্বিতীয়বারের মতো দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে কোনো ম্যাচ না খেলেই ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
আইপিএলে বল হাতে ৭০ ইনিংসে সাকিবের শিকার ৬৩ উইকেট। ছবি: সংগৃহীত
আইপিএলে ৯ আসরে অংশ নিয়ে মোট ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাটিংয়ে ৫২ ইনিংসে ১৯.৮৩ গড় ও ১২৪.৪৯ স্টাইক রেটে করেছেন ৭৯৩ রান। ফিফটি আছে দুটি। বাঁহাতি স্পিনে ৭০ ইনিংসে তাঁর শিকার ৬৩ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৪ করে। কলকাতার হয়ে তিনি শিরোপা জিতেছেন দুইবার।
রাজনীতিতে যুক্ত হওয়ায় আগামীতে স্বাভাবিকভাবেই সাকিবের ব্যস্ততা বাড়বে। জাতীয় দলের খেলা, রাজনীতি এবং এর বাইরেও পরিবারকে সময় দিয়ে আর কতটুকু সময়ই বা পাবেন সাকিব। তাই আগামীতে আইপিএল কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতি দেখা যাবে কি না- তা ই এখন ক্রিকেট অনুরাগীদের আলোচনায়।