তিন মাস পর ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন

হামজার ব্যাপারে ইতিবাচক, পাপনকে বললেন ‘জেন্টলম্যান’

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৩, ২০২৪, ০৫:৩৪ পিএম

হামজার ব্যাপারে ইতিবাচক, পাপনকে বললেন ‘জেন্টলম্যান’

দীর্ঘদিন পর ফুটবল ফেডারেশনে প্রাণবন্ত প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন ছবি : দ্য রিপোর্ট

বাইপাস সার্জারি করে বিশ্রামে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। তিন মাস পর তিনি সুস্থ হয়ে ফিরেছেন। আর ফিরে কুশল বিনিময় করে করে সংবাদ কর্মীদের সঙ্গে। তিনি জানান, আমি এখন ভাল আছি।’

ইংল্যান্ডের ফুটবলার হামজার বাংলাদেশে খেলা নিয়ে কথা বলেছেন। সালাউদ্দিন বলেন,‘ ‘হামজা ও তার ক্লাবের আগ্রহ সবার আগে। হামজা খেলতে চাইলে ক্লাবের ক্লিয়ারেন্স লাগবে। দুই পক্ষ আগ্রহী হলে এরপর অনেক ফ্যাক্টর রয়েছে। তাদের কি চাহিদা– এটাসহ আরও নানা বিষয়। আমাদের অফিস যোগাযোগ করছে।

নারীদের ফুটবল দেখেছেন। সে প্রসঙ্গে বলেন,‘ অনূর্ধ্ব-১৬ ও ১৯ দু’টি টুর্নামেন্টই আমি দেখেছি। অ-১৯ টুর্নামেন্টের পর কোচকে একটু বাজেই বলেছি। আমরা ট্রেনিং করাই কোয়ালিটি খেলার জন্য।’

ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে একটু সমস্যা ছিল পূর্বে। সালাউদ্দিন চিকিৎসা করে আসার পর পাপন দেখা করতে যান। আর দুজনই আবাহনীর মানুষ। পাপনের প্রশংসা করেন সালাউদ্দিন। তিনি বলেন,‘ পাপনের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমাদের মধ্যে সম্পর্ক সব সময়ই ভালো। বাইরের কিছু মানুষ এটা খারাপ বলে প্রচার করেছিল।‍‍`

Link copied!