বিসিবি নির্বাচন

সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক হলেন সহ-সভাপতি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৬:২৪ পিএম

সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক হলেন সহ-সভাপতি

ছবি: সংগৃহীত

‘রাতের ভোটকে হার মানিয়েছে’ এবং ‘সেট আপ নির্বাচন’ এমন অভিযোগ তুলে গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে থেকে সরে দাঁড়ান ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও কাঁঠালবাগান গ্রিনক্রিসেন্টের মেজর ইমরোজ। নির্বাচনের আগের দিনের ঘটনা এই দুটো, তবে এর আগেও তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। 

এত বিতর্কের পরেও আজ অবশেষে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে কাউন্সিলরদের ভোটে তিনটি ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন ২৩ জন। আর জাতীয় ক্রীড়া পরিষদের দুই জন পরিচালক কোটা থেকে পরিচালক হয়েছেন আরও দুজন। 

মোট ২৫ জন পরিচালকের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ সভাপতি হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের বিসিবির পরিচালক হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম।

একাধিক প্রার্থী বিসিবির নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিলেও ক্যাটগরি-৩ এ ছিল নির্বাচনী আমেজ। যেখানে দুই জন প্রার্থীর মধ্যে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে দেবব্রত পালকে ৩৫-৭ ভোটে হারিয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

Link copied!