রবিবার ভোরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি

শান্তর আত্মবিশ্বাস

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৩, ০৬:৩১ এএম

শান্তর আত্মবিশ্বাস

ডুনেডিন রেলওয়ে স্টেশনের সামনে বাংলাদেশ অধিনায়ক শান্ত ও নিউজিল্যান্ডের লাথাম ছবি : বিসিবি

প্রস্তুতি ম্যাচে ২৬ রানের জয় এসেছে। ব্যাটাররা সবাই নিউজিল্যান্ডের কন্ডিশন মানিয়ে নিয়েছে দ্রুত। আর তারা ছন্দেও রয়েছে। এখন নিউজিল্যান্ড এ ওয়ানডে সিরিজে মূল খেলোয়াড়দের রাখেনি। বাংলাদেশ যেভাবে খেলছে এতে করে এই সিরিজও জয়ের সম্ভাবনা রয়েছে। 

১৭ ডিসেম্বর ভোর ৪টায় প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। ডুনেডিনে খেলা রয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৭, ২০ এবং ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

লিংকনে ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ ২৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড একাদশকে। ব্যাট হাতে ৫৪ বলে ৮৭ রান ও বল হাতে ৫২ রানে ৩ উইকেট নেন রিশাদ। ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম ৫৮, সৌম্য সরকার ৫৯ ও লিটন দাস ৫৫ রানের ইনিংস খেলেন। চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩০৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড একাদশ।  

শান্তর জন্য এখন এই সিরিজটি বগলদাবা করার সুযোগ। নিউজিল্যান্ডের মাটিতে এমন সুযোগ আবার কবে আসবে কে জানে। 

Link copied!