মার্চ ৩, ২০২৪, ০২:০৫ পিএম
নাজমুল হোসেন শান্তর বিশ্বাস, নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ট্রফি জয়ের খরা কাটানো সম্ভব। সোমবার সফরকারী শ্রীলংকা দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক হিসেবে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে প্রথম সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো করছি, কিন্তু দল হিসেবে আমরা এখন পর্যন্ত বড় কোন ট্রফি জিততে পারিনি। কিভাবে আমরা বড় টুর্নামেন্টে ভালো করতে পারি এবং একটি ট্রফি জিততে পারি তার জন্য আমাদের ভাল পরিকল্পনা করতে হবে।’
তিনি আরও বলেন, যদিও নিজেদের উন্নতি দেখিয়েছে বাংলাদেশ, তারপরও টেস্ট ফরম্যাটে ভালো দল হতে কঠোর পরিশ্রম করতে হবে।
শান্ত বলেন, ‘আমি মনে করি না আমরা টেস্ট ফরম্যাটে খুব বেশি উন্নতি করেছি। কিন্তু আমরা ভালো খেলতে শুরু করেছি। এখন আমি চাই, ঘরের মাঠে ম্যাচ জিততে এবং একই সাথে বিদেশের মাটিতে টেস্টে লড়াকু মনোভাব দেখাতে। টেস্টে ক্রিকেটের গুরুত্ব যেন খেলোয়াড়রা বুঝতে পারে সেটাই আমার চাওয়া।’