ক্যারিবিয়ান ক্রিকেট লিগে লাল কার্ড আসছে

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৪, ২০২৩, ০১:৫২ এএম

ক্যারিবিয়ান ক্রিকেট লিগে লাল কার্ড আসছে

ফুটবলের মত ক্রিকেটেও আসছে লাল কার্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আসছে লাল কার্ডের পদ্ধতি। আগামী ১৭ অগস্ট (বৃহস্পতিবার) থেকে অনুষ্ঠেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রবর্তিত হতে যাচ্ছে এই আইন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর মাইকেল হল নতুন এই আইন নিয়ে বলেছেন— ‘টি-২০ ম্যাচের দৈর্ঘ্য ক্রমেই বেড়ে চলেছে। আমরা এটা বদলাতে চাই। তাই নতুন নিয়ম এনেছি। আশা করছি কোনও দলকে শাস্তি দিতে হবে না। ক্রিকেটাররা নিজেরাই শুধরে নেবে। কিন্তু যদি কোনও দল ভুল করে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আম্পায়ার।’

ফুটবলে মারাত্মক ফাউল কিংবা অখেলোয়াড়চিত আচরণের দায়ে লাল কার্ড দেখিয়ে বহিষ্কারের বিধান থাকলেও ক্রিকেটের ক্ষেত্রে আইনটা অন্য। স্লো ওভার রেটের জন্য ইতোপূর্বে ম্যাচ ফি-এর একটা অংশ অর্থদণ্ড দেয়ার বিধান থাকলেও নতুন আইনে সিপিএলে লাল কার্ড প্রদর্শনের বিধান চালু করতে যাচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

 

Link copied!